Eastern Railway

রবিবারেও এ বার থেকে এসি লোকাল পরিষেবা, একাধিক রুটে বাড়ল ট্রেনের সংখ্যাও

সোম থেকে শনিবার শিয়ালদহ থেকে নতুন এসি লোকাল ছাড়বে দুপুর ৩টে ১০ মিনিটে। কল্যাণী পৌঁছোবে বিকেল ৪টা ৩২ মিনিটে। কল্যাণী থেকে শিয়ালদহের উদ্দেশে বাতানুকূল ট্রেনটি রওনা হবে বিকেল ৫টা ২ মিনিটে। শিয়ালদহ পৌঁছোবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০২:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

শীতের শুরুতে যাত্রীদের জন্য একগুচ্ছ উপহার দিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। এ বার থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে রবিবার পাওয়া যাবে এসি লোকালের সুবিধা। সেই সঙ্গে অন্য রুটেও বাড়ানো হল ট্রেন।

Advertisement

সোম থেকে শনিবার শিয়ালদহ থেকে নতুন এসি লোকাল ছাড়বে দুপুর ৩টে ১০ মিনিটে। কল্যাণী পৌঁছোবে বিকেল ৪টা ৩২ মিনিটে। কল্যাণী থেকে শিয়ালদহের উদ্দেশে বাতানুকূল ট্রেনটি রওনা হবে বিকেল ৫টা ২ মিনিটে। শিয়ালদহ পৌঁছোবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। এই পরিষেবায় স্টপেজ থাকবে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়ায়।

সেই সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে এ বার থেকে রবিবারও এসি ট্রেনের সুবিধা মিলবে। সকাল ১১টা ৫৫ মিনিটে ট্রেন শিয়ালদহ ছেড়ে কৃষ্ণনগর পৌঁছোবে দুপুর ২টো ২০ মিনিটে। আবার দুপুর ৩টে ৫৭ মিনিটে কৃষ্ণনগর থেকে ট্রেন ছেড়ে তা শিয়ালদহ পৌঁছোবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

Advertisement

যাঁরা মেট্রো ও লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের সুবিধার কথা ভেবে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত নতুন লোকাল ট্রেনের পরিষেবা চালু হয়েছে। রাত ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে ওই ট্রেন। পাশাপাশি বনগাঁ থেকে বারাসত লাইনেও চালু হয়েছে নতুন লোকালের পরিষেবা। বনগাঁ থেকে ওই ট্রেন ছাড়বে রাত ৮টা নাগাদ। বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁগামী আপ ট্রেন পরিষেবা আরও উন্নত ও সম্প্রসারণ করার কথা ভাবা হচ্ছে। রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ রুটে এসি লোকাল ট্রেনের জন্য রয়েছে অতিরিক্ত স্টপেজের প্রস্তাব। গোপালনগর ও বামনগাছির জন্য সেই প্রস্তাব রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন।

মঙ্গলবার, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য তৎপর রেল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement