SIR

১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিলি হয়ে গিয়েছে ৫০ কোটির বেশি এনুমারেশন ফর্ম, পশ্চিমবঙ্গে কত?

লক্ষদ্বীপ এবং গোয়ায় ১০০ শতাংশ ফর্মই বিলি করা হয়ে গিয়েছে। এই ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পুদুচেরিতে এখনও সবচেয়ে কম ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৩
Share:

ছবি: এইআই সহায়তায় প্রণীত।

বিহারের পরে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৫০ কোটিরও বেশি ভোটার এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। সেখানকার ৯৮.৫৪ শতাংশ ভোটার ফর্ম পেয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গে ৯৯.৬৪ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন।

Advertisement

৪ নভেম্বর থেকে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও-রা। কমিশনের পরিসংখ্যান বলছে, এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটারের সংখ্যা ৫০,৯৭,৪৪,৪২৩। ২৭ অক্টোবর পর্যন্ত সেখানে এই সংখ্যক ভোটার ছিলেন। এখন পর্যন্ত এনুমারেশন ফর্ম পেয়েছেন ৫০,২৫,১৩,০৯৪। অর্থাৎ মোট ভোটারের ৯৮.৫৪ শতাংশ ভোটারই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গে ৭,৬৩,৬৩,৬৭৫ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। ৯৯.৬৪ শতাংশ ভোটারই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন।

লক্ষদ্বীপ এবং গোয়ায় ১০০ শতাংশ ফর্মই বিলি করা হয়ে গিয়েছে। এই ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পুদুচেরিতে এখনও সবচেয়ে কম ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন। সেখানে ৯৪.৪৮ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement