এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যে এল কমিশনের প্রতিনিধিদল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ যথাযথ ভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্যে এল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। তিন দিনে রাজ্যের পাঁচ জেলায় যাবেন এই প্রতিনিধিদলের সদস্যেরা। প্রতিনিধিদলে আছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের প্রিন্সিপাল সচিব এসবি জোশী, প্রিন্সিপাল সচিব মলয় মল্লিক এবং ডেপুটি সচিব অভিনব আগরওয়াল।
চার দিনের সফরে প্রথমে পাঁচ জেলায় জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)-দের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিদলের সদস্যেরা। মঙ্গলবার সফরের শুরুতেই কলকাতায় একটি বৈঠক হয়। বিকেলে বৈঠক হয় দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার নদিয়া এবং মুর্শিদাবাদে যাবে প্রতিনিধিদল। সকালে নদিয়া জেলার এবং বিকেলে মুর্শিদাবাদ জেলার ডিইও এবং ইআরও-দের নিয়ে বৈঠক হবে। বৃহস্পতিবার এই বৈঠক হবে মালদহ জেলায়।
বৃহস্পতিবারই কলকাতায় ফিরে আসবেন প্রতিনিধিদলের সদস্যেরা। শুক্রবার সকালে নিউটাউনে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (এফএলসি) নিয়ে একটি কর্মশালায় যোগ দেবেন তাঁরা। গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করেছিল কমিশন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেন বুথ স্তরের আধিকারিক বা বিএলও-রা। পরের দিনই রাজ্যে এসআইআরের কাজ খতিয়ে দেখতে এসেছিল কমিশনের একটি দল। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বাধীন ওই প্রতিনিধিদল সে বার উত্তরবঙ্গের একাধিক জেলায় এসআইআর-এর কাজ খতিয়ে দেখেন। তার পর ফের রাজ্যে এল কমিশনের প্রতিনিধিদল।