Mamata Banerjee

Mamata Banerjee: ত্রাণে দুর্নীতি, কয়লা বা গরু পাচারে নাম উঠলে কড়া ব্যবস্থা, নেতাদের বার্তা তৃণমূলনেত্রীর

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখারও আহ্বান জানিয়েছেন মমতা। এ ব্যাপারে কোনও অভিযোগ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১৮:৩৮
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি নিয়ে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। শনিবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকে নেতা-মন্ত্রীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সতর্ক করে দিলেন— কয়লা, বালি বা গরু পাচার নিয়ে দলের কোনও নেতার বিরুদ্ধে যেন অভিযোগ না ওঠে।

Advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে দুর্গত মানুষদের সাহায্যের জন্য রাজ্য সরকার ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প চালু করেছে। সমস্ত জেলা প্রশাসনকে আগেই সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, ত্রাণ বিলি নিয়ে যেন কোনও রকম পক্ষপাতিত্ব বা দুর্নীতির অভিযোগ না ওঠে। শনিবারের বৈঠকেও দলীয় নেতা-মন্ত্রীদের সে কথা আরও এক বার স্মরণ করিয়ে দিলেন মমতা।

২০২০ সালে আমপান ঘূর্ণিঝড়ের পর ত্রাণ নিয়ে রাজ্যের শাসক দলের কোনও কোনও স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। একের পর এক অভিযোগ শুনে বিরক্তি প্রকাশও করেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী সিপিএম, বিজেপি এবং কংগ্রেস আমপানের ত্রাণ নিয়ে সরকারকে নানা ভাবে আক্রমণ করে। এ বারের বিধানসভা নির্বাচনেও আমপান পরবর্তী ত্রাণের দুর্নীতি ছিল বিরোধীদের অন্যতম বড় ইস্যু।

Advertisement

কয়লা, বালি, গরু পাচার নিয়েও বিরোধী দলগুলো তৃণমূলকে বার বার নিশানা করেছে। এমন অভিযোগের শিকার যাতে না হতে হয়, দলের নেতামন্ত্রীদের সে দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধেও যেন এমন কোনও অভিযোগ না ওঠে, সে ব্যাপারে দলের নেতা-মন্ত্রীদের স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা। সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। এ ব্যাপারে কোনও রকম অভিযোগ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন