— প্রতীকী চিত্র।
পর পর দু’দিন আর জি কর হাসপাতালে চিকিৎসক-পডুয়ার খুন ও ধর্ষণের মামলায় প্রধান ময়না তদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করল শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালত। সোমবারের পর ফের মঙ্গলবার দুপুর থেকে তাঁর সাক্ষ্য নেওয়া হয়।
সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট আর জি কর হাসপাতালে সূর্যাস্তের আগে ছ’টি ময়নাতদন্ত করা হয়েছিল। সূর্যাস্তের পর শুধুমাত্র চিকিৎসক-পড়ুয়ার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ওই দিন আর জি কর হাসপাতালে ছ’টি ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ওই চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট যাচাই করা হয়েছে। আগের ছ’টি রিপোর্ট এবং চিকিৎসক-পড়ুয়ার রিপোর্ট ফরেন্সিক বিশেষজ্ঞ বোর্ডের কাছে পাঠানো হয়েছে। তবে ওই বিষয়ে বোর্ডের তরফে এখনও চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়নি বলে সূত্রের খবর।
সিবিআইয়ের এক কর্তার কথায়, সব ক’টি রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে। কোন পরিস্থিতি এবং পরিবেশে সূর্যাস্তের পর ময়না তদন্ত করা হয়েছিল, তা তদন্তকারী দলের ফরেন্সিক বিশেষজ্ঞেরা প্রাথমিকভাবে যাচাই করেছেন। ওই তথ্যের ভিত্তিতে প্রধান ময়না তদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। এ দিন প্রধান ময়না তদন্তকারী চিকিৎসকের পাশাপাশি টালা থানার তিন পুলিশ কর্মীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে ওই তিন জনের সাক্ষ্য গ্রহণ এ দিন সম্পূর্ণ হয়নি বলে সূত্রের খবর। আজ, বুধবার ফের ওই পুলিশকর্মীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে