জলভাসিদের ত্রাণ চেয়ে মমতাকে আর্জি অধীরের

নাগাড়ে বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলভাসিদের জন্য রাজ্য সরকারের ত্রাণের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে শনিবার অধীরের বক্তব্য, ‘‘অবিরাম বৃষ্টিতে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। খোলা আকাশের নীচে রয়েছেন তাঁরা। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, তাঁদের জন্য যেন পর্যাপ্ত ত্রাণ ও সাহায্যের ব্যবস্থা করে উনি লন্ডন রওনা দেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ১৭:৪০
Share:

নাগাড়ে বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলভাসিদের জন্য রাজ্য সরকারের ত্রাণের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে শনিবার অধীরের বক্তব্য, ‘‘অবিরাম বৃষ্টিতে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। খোলা আকাশের নীচে রয়েছেন তাঁরা। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, তাঁদের জন্য যেন পর্যাপ্ত ত্রাণ ও সাহায্যের ব্যবস্থা করে উনি লন্ডন রওনা দেন।’’

Advertisement

জেলার পাশাপাশি জলমগ্ন কলকাতা নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অধীর। তাঁর বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাধের কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন। সেই কলকাতাই এখন জলভাসি। জল-যন্ত্রণা থেকে কলকাতার মানুষকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে তার পর লন্ডন যান!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement