Adhir Chowdhury

‘নারী পাচারের পর শিশু পাচারেও প্রথম’, অধীরের নিশানায় সরাসরি মমতা

আগে নারী পাচারে প্রথম স্থানে ছিল বাংলা, এ বার শিশু পাচারেও প্রথম হতে চলেছে। সোমবার এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বিধান ভবনে সাংবাদিক বৈঠক করে এ দিন শিশু পাচার কাণ্ড নিয়ে রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ১৬:২৫
Share:

আগে নারী পাচারে প্রথম স্থানে ছিল বাংলা, এ বার শিশু পাচারেও প্রথম হতে চলেছে। সোমবার এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বিধান ভবনে সাংবাদিক বৈঠক করে এ দিন শিশু পাচার কাণ্ড নিয়ে রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছেন তিনি। স্বাস্থ্য দফতরের চরম ঔদাসীন্যেই বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি শিশু পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে মন্তব্য করে প্রদেশ কংগ্রেস সভাপতি এ দিন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

Advertisement

এ রাজ্যের স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রীর নিজের হাতেই রয়েছে। শিশু পাচার কাণ্ডে স্বাস্থ্য দফতরের ঔদাসীন্যকে দায়ী করে অধীর যে আসলে মুখ্যমন্ত্রীকেই উদাসীন বলতে চেয়েছেন, রাজনৈতিক শিবিরের কাছে তা স্পষ্ট। রাজ্যের নার্সিংহোমগুলির উপর নজরদারির দাবি তুলেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি এ দিন বলেন, ‘‘আগে নারী পাচারে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে এক নম্বরে ছিল। এখন শিশু পাচারেও এই রাজ্য প্রথম স্থান নিতে চলেছে। আসলে এই রাজ্যে আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। শিশু পাচার রোখার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই।’’

নোট বাতিলের জেরে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ জানাতে কংগ্রেস সোমবার দেশজুড়ে জাতীয় আক্রোশ দিবস পালন করার ডাক দিয়েছিল আগেই। সেই উপলক্ষে দেশের অন্যান্য প্রদেশ কংগ্রেস কমিটির মতো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটিও পথে নামে। বিধান ভবন থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করে কংগ্রেস। নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী নিজেই। মিছিল শেষে পার্ক সার্কাসে সভা করেন অধীর। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।

Advertisement

আরও পড়ুন: নোট বাতিল নিয়ে বামেদের প্রভাবহীন হরতাল

‘প্রতিবাদ করলেই ভয় দেখাচ্ছেন মোদী’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement