দার্জিলিঙে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন অধীর

অধীরের ওই চিঠির কথা জেনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, ‘‘উনি পাহাড়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার কে? ওঁর দল তো পশ্চিমবঙ্গে নেই! পাহাড়ে তো আরওই জিরো!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০৩:৪৩
Share:

দার্জিলিঙের সঙ্কট কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। ওই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে শুক্রবার চিঠি দিয়েছেন তিনি। চিঠির মূল বক্তব্য, প্রায় এক মাস হল, পাহাড়ে হিংসা এবং বন্‌ধ চলছে। তার ফলে ভোগান্তি হচ্ছে সেখানকার সাধারণ বাসিন্দাদের। স্থানীয় মানুষ পুলিশের গুলির মুখে পড়ছেন। সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। এই অবস্থায় দার্জিলিঙের পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্র, রাজ্য এবং সেখানকার স্থানীয় নেতাদের বৈঠকে বসে সমাধান সূত্র বার করা জরুরি। এই প্রেক্ষিতেই চিঠিতে অধীর আর্জি জানিয়েছেন, ‘‘আরও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) চুক্তি অনুযায়ী, কেন্দ্র, রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চা— এই তিন পক্ষই ওই প্রশাসনিক সংস্থার অংশীদার। সুতরাং, প্রধানমন্ত্রীকে আমার অনুরোধ, পাহাড়ের মানুষের দুর্দশা ঘোচাতে তিনিই যেন হস্তক্ষেপ করেন।’’ অধীরের ওই চিঠির কথা জেনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, ‘‘উনি পাহাড়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার কে? ওঁর দল তো পশ্চিমবঙ্গে নেই! পাহাড়ে তো আরওই জিরো!’’ ফিরহাদের আরও মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী সারা বাংলা দেখছেন। পাহাড়ের সমস্যাও তিনিই মেটাবেন বলে সকলে আস্থা রাখে।’’

Advertisement

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘পাহাড়ের সঙ্কট মেটাতে কেন্দ্রীয় সরকার তখনই হস্তক্ষেপ করবে, যখন মোর্চা কিংবা রাজ্য সরকার এ বিষয়ে লিখিত ভাবে তাদের অনুরোধ করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন