college admissions

কলেজে ভর্তি হতে একটি অনলাইন পোর্টাল, অনুমোদন দিল মন্ত্রিসভা

এ বার একটি মাত্র ওয়েবসাইটে ক্লিক করলেই যে কোনও কলেজে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৮:৪৯
Share:

কলেজে ভর্তি হতে একটি মাত্র ওয়েবসাইট প্রতীকী ছবি।

রাজ্যের সব সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে ভর্তির পদ্ধতি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। সেই লক্ষ্যে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হল। সেই বৈঠকে একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে কলেজে ভর্তি করার করার প্রস্তাব গৃহীত হল। সূত্রের খবর সেই প্রস্তাবে লেখা হয়েছে, উচ্চশিক্ষা দফতরের নিয়ন্ত্রণাধীন সরকারি বা সরকারি অনুমোদনপ্রাপ্ত কলেজ এবং রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য একটি মাত্র অনলাইন পোর্টাল তৈরি ও ব্যবহার করতে চায় রাজ্য সরকার।

Advertisement

উচ্চশিক্ষা দফতর গত কয়েক বছরের পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরে কলেজে ভর্তি হওয়া নিয়ে নানাবিধ অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে থেকেছে কলেজের ছাত্র সংসদগুলি। তাই আর এই অভিযোগের সম্মুখীন হতে চাইছে না উচ্চ শিক্ষা দফতর। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে এই পোর্টাল তৈরির কাজ শুরু হয়েছে। সেই পোর্টাল মারফত আবেদন করলেই সরাসরি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন