CPM

CPIM: উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণালই

সরকারি প্যানেলের দু’জন শক্তি মুখোপাধ্যায় ও প্রীতি কুমার রায় হেরে যান। সম্মেলন থেকে আসা নামের মধ্যে দু’জন— অভ্র দে ও অতনু মণ্ডল জয়ী হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ২২:২৯
Share:

মৃণাল চক্রবর্তীই।

বিস্তর কাঠখড় পোড়ানোর পরে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক থেকে গেলেন মৃণাল চক্রবর্তীই। আলিমুদ্দিন স্ট্রিটে সোমবার দলের নতুন জেলা কমিটির বৈঠকে মৃণালবাবুকেই ফের জেলা সম্পাদক বেছে নেওয়া হল। তবে জেলা কমিটি গঠনে যে হেতু ভোটাভুটি হয়েছিল, তাই সব শিবিরের প্রতিনিধিত্ব রেখে জেলা সম্পাদকমণ্ডলী গড়ার সময়ে কিছু রদবদল করা হবে বলে বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Advertisement

সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন শুরু হয়েছিল গত সোমবার। টানাপড়েনের জেরে জেলা কমিটি না গঠন করেই সম্মেলন শেষ করে দেওয়া হয়েছিল এর পরে রবিবার বারাসতে জেলা দফতরে সম্মেলনের প্রতিনিধিদের ডেকে কমিটির জন্য ভোট নেওয়া হয়েছিল। ভোটাভুটিতে সরকারি প্যানেলের দু’জন শক্তি মুখোপাধ্যায় ও প্রীতি কুমার রায় হেরে যান। সম্মেলন থেকে আসা নামের মধ্যে দু’জন— অভ্র দে ও অতনু মণ্ডল জয়ী হন। জেলা কমিটি এখন ৬৬ জনের, আরও চার জনকে পরে নেওয়া হবে। গভীর রাতে গঠিত জেলা কমিটিকে এ দিন আলিমুদ্দিনে ডেকে সম্পাদক বাছাইয়ের মাধ্যমে সম্মেলনের দীর্ঘ প্রক্রিয়া শেষ হল! জেলা সিপিএমে সম্পাদক পদের দাবিদার ছিলেন অন্তত তিন নেতা। বিভাজন এড়ানোর জন্য গৌতম দেবেরা মৃণালবাবুকেই বহাল রাখতে চেয়েছেন। জেলা সম্পাদকমণ্ডলী গঠন হবে পার্টি কংগ্রেসের পরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement