Agitation

কলেজ সার্ভিস কমিশনে বিক্ষোভ

মেধা তালিকার পাশাপাশি প্রাপ্ত নম্বরের তালিকাও অবিলম্বে প্রকাশ করার দাবি করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৮
Share:

কলেজ সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের।—নিজস্ব চিত্র।

শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) দফতরের সামনে বিক্ষোভ দেখাল রাজ্য ছাত্র পরিষদ। বিধাননগরে পূর্ত ভবনে সিএসসি দফতর সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বিক্ষোভ দেখিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। রাজ্য ছাত্র পরিষদের সহ-সভাপতি সোমদীপ ঘোষের বক্তব্য, এর পরেও ‘লাগামহীন দুর্নীতি’ চলতে থাকলে প্রতিবাদ আরও বড় চেহারা নেবে। মেধা তালিকার পাশাপাশি প্রাপ্ত নম্বরের তালিকাও অবিলম্বে প্রকাশ করার দাবি করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন