Online Examination

Online Exam: অনলাইনে পরীক্ষার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভে শামিল হলেন কলেজ পড়ুয়ারা

বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, তাঁদের ৭০ শতাংশ সিলেবাস পড়ানো হয়েছে অনলাইনে। এ ছাড়াও অনেক ক্ষেত্রেই এখনও সিলেবাস শেষ হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি ও বর্ধমান শেষ আপডেট: ১৭ মে ২০২২ ২২:২৭
Share:

অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

অনলাইন পরীক্ষার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভে শামিল হলেন ছাত্রছাত্রীরা। কোথাও তাঁরা কলেজ চত্বরে অবস্থান করলেন। কোথাও বা বিশ্ববিদ্যালয়ে দল বেঁধে এসে দাবি পেশ করলেন উপাচার্যের কাছে।

সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়ারা মঙ্গলবার কলেজে বিক্ষোভ দেখান অনলাইনে পরীক্ষার দাবিতে। সকাল থেকেই পড়ুয়াদের বিক্ষোভে শামিল হতে দেখা যায়। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা জানিয়েছেন, শেষ মুহূর্তে জানতে পেরেছেন অফলাইনে পরীক্ষা হবে। কিন্তু তাঁদের ৭০ শতাংশ সিলেবাস পড়ানো হয়েছে অনলাইনে। এ ছাড়াও এখনও সিলেবাস শেষ হয়নি।

Advertisement

অনলাইনে পঠন-পাঠন হওয়ার ফলে অফলাইনে পরীক্ষা দিতে নারাজ বোলপুরের পূর্ণীদেবী চৌধুরী মহিলা কলেজের ছাত্রীরাও মঙ্গলবার বিক্ষোভ দেখাতে পথে নামেন। কাটোয়া, গুসকরা, কালনা-সহ বিভিন্ন কলেজের পড়ুয়ারা বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে একই দাবিতে বিক্ষোভ দেখান।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে। এখনও ওই সিদ্ধান্ত বহাল আছে।’’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মোট ৬৩টি কলেজের মোট ৩৫ হাজার পড়ুয়া আছে বলে জানান তিনি।

Advertisement

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও মঙ্গলবার বিভিন্ন কলেজের পড়ুয়ারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। অন্য দিকে, এসএসসি দুর্নীতি-কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য জড়িত বলে অভিযোগ তুলে বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মনের নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীরাও বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে বিক্ষোভ দেখান মঙ্গলবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন