PSC

Recruitment: স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ

কমিশনের দফতরের সামনে রাস্তায় বসে বুধবার দীর্ঘ সময় বিক্ষোভ চলে চাকরি-প্রার্থীদের মঞ্চের ডাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১৬
Share:

পিএসসি দফতরের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবিতে এবং দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) বিক্ষোভ দেখালেন চাকরি-প্রার্থীরা। কমিশনের দফতরের সামনে রাস্তায় বসে বুধবার দীর্ঘ সময় বিক্ষোভ চলে চাকরি-প্রার্থীদের মঞ্চের ডাকে। পরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘চাকরির ক্ষেত্রে পিএসসি-র যে বিশ্বাসযোগ্য ও নীতিনিষ্ঠ ভূমিকা ছিল, তা নষ্ট হয়ে গিয়েছে। ভূরি ভূরি দুর্নীতি, অনিয়মের অভিযোগ আছে, মামলাও হয়েছে। পরীক্ষা দিয়ে যোগ্যতার জোরে পাশ করার পরেও নিয়োগ না পেয়ে অনেক কষ্টে ছেলেমেয়েরা ওখানে বিক্ষোভ দেখাতে গিয়েছেন। পিএসসি না শুধরোলে এর পরে মানুষের বিক্ষোভ সামলাতে পারবে না!’’ রেলের নিয়োগ পরীক্ষায় বেনিয়ম ও দুই রাজ্যে আন্দোলনকারীদের উপরে পুলিশি আক্রমণের প্রতিবাদে সারা দেশের সঙ্গে এ দিন কলকাতাতেও বিক্ষোভে শামিল হয়েছিল ‘আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল’ কমিটির রাজ্য শাখা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কলকাতা দফতরে দাবি জানিয়ে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে বিক্ষোভ-সভা করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন