Jhantu Ali Shaikh

ঝন্টুর পরিবারকে সাহায্য কংগ্রেসের

আশ্বাস মোতাবেক এ বার ঝন্টুর পরিবারের কাছে আর্থিক সহায়তা পাঠালেন ইমরান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ০৮:৪৪
Share:

নিহত জওয়ান ঝন্টু আলি শেখের বাড়িতে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের প্রতিনিধিরা। তেহট্টে। —নিজস্ব চিত্র।

জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত জওয়ান (প্যারা কমান্ডো) ঝন্টু আলি শেখের তেহট্টের বাড়িতে আগে ঘুরে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ এবং এআইসিসি-র সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান ইমরান প্রতাপগড়ী। সেই সময়ে দেওয়া আশ্বাস মোতাবেক এ বার ঝন্টুর পরিবারের কাছে আর্থিক সহায়তা পাঠালেন ইমরান। এআইসিসি-র সংখ্যালঘু বিভাগের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত.জামাল হোসেন, প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামিম আখতার প্রমুখ বৃহস্পতিবার নদিয়ার তেহট্টে ঝন্টুর বাড়িতে গিয়ে নিহত জওয়ানের মা ও স্ত্রী, দু’জনের হাতে এক লক্ষ করে মোট দু’লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দল হিসেবে কংগ্রেস সব সময়েই দেশের জওয়ানদের পাশে ছিল এবং থাকবে। এই আর্থিক সহায়তা দলের তরফে সেনাদের প্রতি ‘কৃতজ্ঞতা’র প্রকাশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন