সিআইডি-র মুখে কাইজার

ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর নির্দেশ, ওই সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসার তদন্ত করবেন।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০২:৫৫
Share:

ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর নির্দেশ, ওই সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসার তদন্ত করবেন। এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। বিচারপতি বলেন, ‘‘সংগঠিত ভাবে টাকা আদায়ের চেষ্টা হচ্ছে। সরকারের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাই প্রশিক্ষিত কোনও তদন্ত সংস্থাকে দিয়ে অভিযোগের তদন্ত করানো দরকার।’’ লালবাবু মোল্লা নামে ভাঙড়ের এক ব্যবসায়ী বছর দেড়েক আগে পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি সরকারের কয়েকটি উন্নয়ন প্রকল্পের বরাত পেয়েছেন। কাইজার এবং তাঁর দলবল তাঁর কাছে প্রকল্প-পিছু মোটা টাকা তোলা চাইছে। টাকা না-দেওয়ায় প্রায়ই হুমকি দেওয়া হচ্ছে। ভাঙড় থানার পুলিশ কাইজারের বিরুদ্ধে ব্যবস্থা না-নেওয়ায় মামলা করেন লালবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement