ফাইল চিত্র।
পুরসভার বাজেটে শাসকের সমালোচনা করায় বিরোধী দলের কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার বিকেল ৪টে নাগাদ হাওড়া পুরসভার ঘটনা। সমালোচনা বন্ধ করতে মারধরের পর ওই কাউন্সিলরকে বাজেট পর্যালোচনায় বক্তব্য রাখতেও দেওয়া হয়নি বলে অভিযোগ।
হাওড়া পুরসভা সূত্রের খবর, এ দিন হাওড়া পুরসভার বাজেট পর্যালোচনার দিন ছিল। আশরফ জাভেদ নামে ওই কাউন্সিলর উঠে দাঁড়িয়ে পুর বাজেটের কিছু ভুলভ্রান্তি নিয়ে বলতে শুরু করেন। তিনি জানান, ম্যালেরিয়া আক্রান্তের যে সংখ্যা এই বাজেটে দেখানো হয়েছিল তা ২০১৬-২০১৭ অর্থবর্ষের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। আসলে কোনও কিছু খতিয়ে না দেখে আগের বাজেট থেকেই তা কপি করে বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আনেন তিনি। এতেই চোটে যান উপস্থিত শাসকদলের কাউন্সিলররা। তাঁকে বলতে বাধা দেওয়া হয়। তাতেও তিনি না থামলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: টুকলিতে বাধা, ইট ছুড়ে শিক্ষকের দাঁত ভাঙল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী