স্ত্রীকে খুন করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ক’দিন আগেই জামিন পেয়ে গ্রামে ফিরে এক ভাগ্নের বাড়িতে থাকতে শুরু করেছিলেন। নমাজ পড়ে বাড়ি ফেরার পথে সেই প্রৌঢ়কেই নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল তাঁরই ছেলেদের বিরুদ্ধে। সোমবার বীরভূমের মাড়গ্রামের ঘটনা। নিহতের নাম সাওলাদ শেখ (৫২)। ঘটনায় নিহতের চার ছেলে-সহ ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে।