রাষ্ট্রপতির কাছে

কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। তাই ফের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন অম্বিকেশ মহাপাত্র, মৌসুমী কয়াল-সহ ‘আক্রান্ত আমরা’-র সদস্যরা। রাজ্যে ঘটে যাওয়া একের পর এক খুন ও ধর্ষণের ঘটনার বিচার চেয়ে গত ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। ওই সব ঘটনায় রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চান রাষ্ট্রপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৩:২৬
Share:

কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। তাই ফের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন অম্বিকেশ মহাপাত্র, মৌসুমী কয়াল-সহ ‘আক্রান্ত আমরা’-র সদস্যরা। রাজ্যে ঘটে যাওয়া একের পর এক খুন ও ধর্ষণের ঘটনার বিচার চেয়ে গত ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। ওই সব ঘটনায় রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চান রাষ্ট্রপতি। তার ভিত্তিতে মন্ত্রক গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচটি চিঠি পাঠায় রাজ্যকে। অভিযোগ, একটি চিঠিরও জবাব দেয়নি রাজ্য। তাই রাষ্ট্রপতির কাছে ফের দরবার করতে চলেছেন অম্বিকেশবাবুরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement