মার্কিন তথ্যকেন্দ্রের মামলায় জামিন নামঞ্জুর

সোমবার আদালতে হাসানের জামিনের বিরোধিতা করে সরকারি কৌঁসুলি তমাল মুখোপাধ্যায় জানান, অভিযুক্তের বিরুদ্ধে ওই জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই তাকে জামিন দেওয়া উচিত হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০২:২৮
Share:

কলকাতায় আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হামলার ঘটনায় ধৃত হাসান ইমাম ওরফে হাসনুর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। সে জামিনের আবেদন করেছিল কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাইয়ের আদালতে।

Advertisement

সোমবার আদালতে হাসানের জামিনের বিরোধিতা করে সরকারি কৌঁসুলি তমাল মুখোপাধ্যায় জানান, অভিযুক্তের বিরুদ্ধে ওই জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই তাকে জামিন দেওয়া উচিত হবে না। হাসানকে গত বছর ১ অক্টোবর বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement