রথযাত্রার সূচনায় আসতে পারেন শাহ

ডিসেম্বরে রাজ্য বিজেপির রাজনৈতিক রথযাত্রায় আসতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২২
Share:

অমিত শাহ। —ফাইল চিত্র।

ডিসেম্বরে রাজ্য বিজেপির রাজনৈতিক রথযাত্রায় আসতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু রবিবার বলেন, ‘‘তিন দিন তিনটি অঞ্চল থেকে রথযাত্রার সূচনা হবে। আমরা চাইছি প্রতিদিনই অমিতজি থাকুন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছে। অন্তত এক দিন তিনি থাকবেনই।’’

Advertisement

দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে রথযাত্রা নিয়ে এ দিন বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপি নেতারা। দলীয় সূত্রের খবর, রথযাত্রা ঘিরে যে সমস্ত সভা হবে, তার প্রস্তুতিও দ্রুত শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন কৈলাস। তিনটি রথ সব মিলিয়ে ৬৬০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। ছুঁয়ে যাবে রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র। তারাপীঠে ৩ ডিসেম্বর, কোচবিহারে ৫ এবং গঙ্গাসাগর থেকে ৭ তারিখ রথ রওনা হবে। প্রতিটি রথেই প্রতিদিন এক জন রাজ্যের নেতা এবং এক কেন্দ্রীয় নেতা থাকবেন। দল আগেই জানিয়েছিল, বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের রথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। আর রথযাত্রা শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement