ফের বিপাকে শিল্পা শেট্টী? ছবি: ফেসবুক।
অভিনেত্রী শিল্পা শেট্টী এবং তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কি উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে কুৎসা ছড়ানো হচ্ছে? তেমনই অভিযোগ অভিনেত্রীর আইনজীবীর। তাঁর দাবি, শিল্পার বাড়িতে ৬০ কোটি প্রতারণার কারণে কোনও বিশেষ তল্লাশি হয়নি।
বৃহস্পতিবার দিনভর আলোচনায় শিল্পা। কুন্দ্রাদম্পতির মাথায় ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। খবর, ওই দিন এই কারণেই নাকি আয়কর দফতর অভিনেত্রীর মুম্বইয়ের বাসভবনে তল্লাশির কারণে হানা দিয়েছিল। পরে রাজ-শিল্পার তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়। শিল্পার আইনজীবী প্রশান্ত পাটিল জানান, এ রকম কিছুই ঘটেনি। নিয়মমাফিক জিজ্ঞাসাবাদের জন্যই আয়কর দফতরের অফিসারেরা এসেছিলেন কুন্দ্রাদম্পতির বাড়িতে। তখনই তাঁর হুঁশিয়ারি, “আমার মক্কেলের বিরুদ্ধে অকারণ কুৎসা ছড়ানো হচ্ছে। পুরোটাই মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। যিনি বা যাঁরা আগামী দিনে এই ধরনের আচরণ করবেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত, ৬০ কোটি টাকার প্রতারণা মামলার কারণেই আয়কর বিভাগ শিল্পার মুম্বইয়ের বাড়িতে অভিযান চালিয়েছে। তার আগে ১৭ ডিসেম্বর মুম্বইয়ের দাদার এলাকায় শিল্পার সহ-মালিকানাধীন একটি রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ান’-এ তল্লাশি চালানো হয়। এই বিষয়ে দম্পতির দাবি, “আমরা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগগুলো অস্বীকার করছি। যে বিষয়গুলো উঠে আসছে, সেগুলোকে কোনও আইনি ভিত্তি ছাড়াই ফৌজদারি রূপ দেওয়া হচ্ছে। বম্বে হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা বাতিলের আবেদন দায়ের করা হয়েছে। সেটি বিচারাধীন।” আনুষ্ঠানিক বিবৃতিতে রাজ এবং শিল্পা আরও বলেছেন, “আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছি। দেশের আইন ও বিচারব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রয়েছে। আশা, আমরা ন্যায় পাব। বিষয়টি বিচারাধীন। তাই সাংবাদিকদের কাছে অনুরোধ, সংবেদনশীলতার সঙ্গে খবর পরিবেশন করুন।”