State news

মার্চে কলকাতায় আসতে পারেন অমিত শাহ

শাহের সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে সোমবার জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৬
Share:

ছবি: পিটিআই।

নাগরিকত্ব নিয়ে বিরোধীদের প্রচারের মোকাবিলা করতে মার্চ মাসের গোড়ায় কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শাহের সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে সোমবার জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। সিএএ, এনআরসি এবং এনপিআর-এর প্রতিবাদে যে আন্দোলন চলছে, তাকে কটাক্ষ করে রাহুলবাবু এ দিন বলেন, ‘‘যাঁরা বলছেন, কাগজ দেখাবেন না, তাঁরা কাগজ না দেখালে নাগরিকত্ব পাবেন কি না, সন্দেহ আছে।’’ অন্য দিকে, এ দিনই বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা-সহ দলের পাঁচ বিধায়ক রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ করেন, এ রাজ্যে সিএএ বিরোধী আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু সিএএ-র সমর্থনে মিছিল বা সভা পুলিশ আটকাচ্ছে। রাজভবন থেকে বেরিয়ে মনোজ বলেন, ‘‘রাজ্যপালকে বলেছি, এই বৈষম্য এবং অন্য সব ক্ষেত্রেই বিরোধীদের উপর পুলিশি জুলুম যাতে বন্ধ হয়, তা সরকার দেখুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement