Kolkata Police Officer beaten

লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ অফিসারকে মারধর, তাণ্ডব চলল আবাসনেও! ধৃত রেস্তরাঁ মালিক-সহ চার

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক অফিসারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হাওড়ায়। গুরুতর জখম অবস্থায় লালবাজারের ওই কর্তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক অফিসারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হাওড়ায়। গুরুতর জখম অবস্থায় লালবাজারের ওই কর্তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এক রেস্তরাঁ মালিক-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার এসএন গাঙ্গুলি রোডের একটি আবাসনে দু’পক্ষের মধ্যে গন্ডগোল বাধে। অভিযোগ, সেই সময় ‘বহিরাগত’দের এনে লালবাজারের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর অমিতকুমার সিংহকে মারধর করা হয়। অভিযোগের তির ওই আবাসনের আর এক আবাসিক মানস রায়ের বিরুদ্ধে। ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তার ভিত্তিতেই মানস-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

আক্রান্ত পুলিশ অফিসারের স্ত্রী বলেন, ‘‘মানস রায়ের রেস্তরাঁর কিছু কর্মচারী এই আবাসনে থাকে। নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম-পরিচয়পত্র দিতে বলা হয়েছিল। সকালে তাঁদের থেকে পরিচয়পত্র চাওয়া হলে বচসা বাধে। তার পরেই বাইরে থেকে লোকজন এনে মানস রায় হামলা চালায়। আমাকেও মারধর করা হয়েছে।’’

Advertisement

মানসের ভাইপো তুহিন রায় বলেন, ‘‘আমাদের রেস্তরাঁর কর্মীদের ওই পুলিশ অফিসার মারধর করেছিলেন। তা নিয়েই বচসার সূত্রপাত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement