Death Case

বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধারে রহস্য

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নমিতা বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী এবং দুই ছেলে আগেই মারা গিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৯:৩৯
Share:

মৃতার নাম নমিতা পাল (৭৬)। —প্রতীকী চিত্র।

এক বৃদ্ধার রহস্য-মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মুচিপাড়া থানা এলাকার সার্পেন্টাইন লেনে। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম নমিতা পাল (৭৬)। তাঁর গলায় ফাঁসের দাগ মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাড়ির মূল দরজাটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। এই ঘটনায় অন্য ব্যক্তির যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নমিতা ওই বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী এবং দুই ছেলে আগেই মারা গিয়েছেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, উল্টো দিকেই একটি বাড়িতে থাকেন নমিতার ভাইপো। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি বৃদ্ধাকে খাবার দিয়ে গিয়েছিলেন। এ দিন সকালে তিনি দেখেন, নমিতার বাড়ির সদর দরজা বাইরে থেকে তালাবন্ধ। বিকেল সাড়ে ৫টা নাগাদ এক প্রতিবেশী ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান, মেঝেতে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। এর পরেই খবর যায় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। দেখা যায়, দরজার সামনেই মেঝেতে পড়ে রয়েছেন নমিতা। উদ্ধার করে ওই বৃদ্ধাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, বাড়ি থেকে বেশ কিছু গয়না-সহ সামগ্রীও খোয়া গিয়েছে। নমিতার মৃত্যুর কারণ জানতে তাঁর দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পাড়ার মধ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। স্থানীয় পুরপ্রতিনিধি সজল ঘোষ বলেন, ‘‘মূল দরজা বাইরে থেকে বন্ধ থাকায় পাড়ার লোকজনই সকাল থেকে বৃদ্ধার খোঁজখবর করছিলেন। সন্ধ্যায় দেহটি উদ্ধার হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন