Anis Khan Death Mystery

Anis Khan Death: ‘পুলিশের উপর আমাদের ভরসা নেই’, বাড়িতে সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা

গত বৃহস্পতিবার বাড়ির ভিতরে দু’টি, ছাদে একটি এবং বাড়ির মূল গেটে একটি সিসিক্যামেরা লাগান সালেম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আমতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ০৮:৩৭
Share:

ফাইল চিত্র।

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর পরে নিরাপত্তার প্রশ্ন তুলেছিল তাঁর পরিবার। প্রশাসনের পক্ষ থেকে সারদা গ্রামে আনিসের বাড়ির সামনে সিসিক্যামেরা এবং হাইমাস্ট আলো লাগিয়ে দেওয়া হয়। বসানো হয় পুলিশ প্রহরাও। তার পরেও নিজের উদ্যোগে ‘নিরাপত্তার স্বার্থে’ বাড়িতে চারটি সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা সালেম খান।

Advertisement

গত বৃহস্পতিবার বাড়ির ভিতরে দু’টি, ছাদে একটি এবং বাড়ির মূল গেটে একটি সিসিক্যামেরা লাগান সালেম। তিনি বলেন, ‘‘অনেক লোকজন বাড়িতে আসছেন। তদন্তের নামে পুলিশ এবং সিটের লোকজনও আসছেন। বাড়ির চারপাশে ঘোরাফেরা করছেন। যে পুলিশ আনিসকে খুন করল, তারাই আবার আমাদের পাহারা দিচ্ছে! ওদের প্রতি আমাদের
ভরসা নেই। তাই নিজেদের নিরাপত্তার কথা ভেবে সিসিক্যামেরা লাগিয়েছি।’’ ফের সিবিআই তদন্তেরও দাবি তোলেন বৃদ্ধ।

শুক্রবার সন্ধ্যায় আনিসের বাড়িতে এসেছিলেন সিপিএমের পলিটবুরোর সদস্য হান্নান মোল্লা। তিনি সালেমের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। হান্নান বলেন, ‘‘আনিসের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রথম থেকেই সিপিএমের ছাত্র-যুব সংগঠন লড়ছে। আমাদের দল প্রথম থেকেই আনিসের পরিবারের পাশে আছে। কৃষকসভার সদস্যেরা চাঁদা তুলে এই টাকা তুলেছেন। যত দিন না আনিসের বাবা ন্যায়বিচার পাচ্ছেন, তত দিন আমাদের দল পাশে থাকবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন