Anubrata Mondal

Anubrata Mandal: ২০ অগস্ট পর্যন্ত অনুব্রতের সিবিআই হেফাজত, রাতেই আনা হচ্ছে কলকাতায়

গরুপাচার মামলার তদন্তে তৎপরতা বাড়িয়ে বৃহস্পতিবার সকালে অনুব্রতের নিচুপট্টির বাড়িতে হানা দেয় সিবিআই। পরে বিকেলে গ্রেফতার হন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:০০
Share:

আদালত চত্বরে অনুব্রত

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৮:৩১ key status

অনুব্রত ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে

২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘হেফাজতে থাকাকালীন অনুব্রত অসুস্থ হলে তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’’

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:৫৪ key status

শুনানি শেষ

আদালতে পেশ করার পর সন্ধ্যা ৬টা নাগাদ শেষ হল শুনানি। এখনও কোনও নির্দেশ দেননি বিচারক। 

Advertisement
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:২২ key status

অনুব্রতকে নিজেদের হেফাজতে চাইল সিবিআই

অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজত চাইল সিবিআই।

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:২০ key status

আদালতের বাইরে বাম-বিজেপির বিক্ষোভ

আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা। ভিড়ের মধ্যে থেকে ‘চোর চোর’ কটাক্ষ ছুড়ে দেওয়া হয়। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:০৮ key status

আদালতে পেশ করা হল অনুব্রতকে

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হল ধৃত অনুব্রত মণ্ডলকে। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইবে সিবিআই। 

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৫৬ key status

গ্রেফতার অনুব্রত মণ্ডল

বিকেল ৩টে ৪০ মিনিটে অ্যারেস্ট মেমোয় সই করিয়ে গ্রেফতার করা হয় অনুব্রতকে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। 

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৪৫ key status

গেস্ট হাউস থেকে বেরোন অনুব্রত

বিকেল সাড়ে ৪টে নাগাদ অনুব্রতকে শীতলপুর গেস্ট হাউস থেকে বেরোন সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, আদালতে পেশ করিয়ে নিজেদের হেফাজতে রাখার আবেদন করবে তদন্তকারী সংস্থা। 

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৪০ key status

সকালে আটক হন অনুব্রত

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অনুব্রতের বাড়িতে যায় সিবিআই। এর পর সাড়ে ১১টা নাগাদ অনুব্রতকে নিয়ে তাঁর নিচুপট্টির বাড়ি থেকে বেরোন তদন্তকারী।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement