State news

অপ্রতিরোধ্য অনুব্রত, এ বার বিরোধীদের চোখ তুলে নেওয়ার নির্দেশ

গত বুধবার অনুব্রত রাজ্য পুলিশের এক ডিএসপিকে গ্রেফতারির সময় বেঁধে দিয়েছিলেন। পুলিশ না পারলে জমি আন্দোলনকারীদের বাড়িঘর জ্বালানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ২০:০৫
Share:

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

যে যাই বলুক, তিনি থামবার পাত্র নন। অপ্রতিরোধ্য অনুব্রত মণ্ডল আজ আবারও হুমকি দিলেন বিরোধীদের। এ বার চোখ তুলে নেওয়ার নির্দেশ দিলেন দলীয় কর্মীদের সভায়।

Advertisement

এ দিন বীরভূমের মহম্মদবাজারে তৃণমূলের কর্মীসভা ছিল। সেখানে অনুব্রতকে ফের নিজস্ব ভূমিকায় দেখা গেল। বিরোধীরা চোখ রাঙালে, তা উপড়ে নেওয়ার ‘পরামর্শ’ দিলেন তিনি। এ দিন ওই কর্মীসভায় অনুব্রত বলেন, ‘‘চোখ রাঙালে তা তুলে নেবেন। তাতে অসুবিধা নেই। চোখ তুলে পাথরের চোখ লাগিয়ে দেবেন। অনেক পাথর আছে।’’

আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফুটবলারের মৃত্যু

Advertisement

গত বুধবার অনুব্রত রাজ্য পুলিশের এক ডিএসপিকে গ্রেফতারির সময় বেঁধে দিয়েছিলেন। পুলিশ না পারলে জমি আন্দোলনকারীদের বাড়িঘর জ্বালানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। পাশাপাশি, ওই গ্রামে যাওয়া বিরোধী দলনেতা আব্দুল মান্নান বা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের হাত-পা ভাঙারও হুমকি দেন অনুব্রত। তার পরেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, দল অনুব্রতর বক্তব্য অনুমোদন করে না। বীরভূমের পর্যবেক্ষক ফিরহাদ হাকিমকে বিষয়টি দেখতেও বলেন তিনি। পাশাপাশি পার্থবাবু বলেন, ‘‘দুঃখের সঙ্গে বলছি, ওঁর শব্দচয়ন মার্জিত হয়নি।’’ কিন্তু, অনুব্রতর আচরণে কোনও পরিবর্তন দেখা গেল না। এই অনুব্রতই গত পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশকে বোমা মারতে বলেছিলেন।

অনুব্রতের গ্রেফতারির দাবি তুলে আগামী সোমবার ২০ নভেম্বর বীরভূম জেলা জুড়ে পথে নামছে বামেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement