নরেন্দ্র মোদীকে বিঁধলেন অনুব্রত

শনিবার মুরারই ১ ব্লকের কারবালার মাঠে কর্মিসভা ছিল তৃণমূলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১৭
Share:

দলীয় কর্মিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

মুরারইয়ে দলীয় কর্মিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন অনুব্রত মণ্ডল। কাশ্মীরে জঙ্গিহানায় জওয়ানদের মৃত্যুর প্রসঙ্গে শনিবার তিনি বলেন, ‘‘মোদী আপনি কোনও কাজ করেন না। শুধু রাজনীতি করেন। নিজের স্বার্থ দেখেন। কাশ্মীরে এত জওয়ান মারা গেলেন, আপনি কোনও সিদ্ধান্ত নিতে পারলেন না। আপনার কোনও ক্ষমতা নেই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত মানুষের উন্নয়নের কাজে।’’

Advertisement

শনিবার মুরারই ১ ব্লকের কারবালার মাঠে কর্মিসভা ছিল তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, মুরারইয়ের বিধায়ক আব্দুল রহমান, দলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ, জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। সভায় এলাকার বিভিন্ন অঞ্চল সভাপতিকে ডেকে দলের পরিস্থিতি জানতে চান অনুব্রত। তিনি বলেন, ‘‘বিজেপি সরকারকে একটিও ভোট দেবেন না। এ বার সুযোগ এসেছে— মোদী হঠান, মমতাকে আনুন। এই প্রথম কেন্দ্রে বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছে। মুখ্যমন্ত্রী রাজ্যে ৪২-এ ৪২ দখলের ডাক দিয়েছেন, তা সফল করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement