Anubrata Mondal

WB municipal election 2022: সিপিএমের তারিফ

গত পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে হামলা চালিয়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ০৬:৩৪
Share:

বোলপুরে অনুব্রত। নিজস্ব চিত্র

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে গিয়ে ‘অন্যায়’ দেখলে তাঁকে ফোন করে জানাতে বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার পুরভোটের ফলে বিজেপিকে হারিয়ে সিপিএমের দ্বিতীয় স্থানে উঠে আসার প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে।

Advertisement

বুধবার গোটা রাজ্যের মতো বীরভূমের পাঁচ পুরসভাতেও কার্যত ধূলিসাৎ বিরোধীরা। পুরভোটের ফল বেরোনোর পরেই পঞ্চায়েত ভোট নিয়ে অনুব্রত বলেন, ‘‘পঞ্চায়েত ভোট হবে। কেউ কোনও বিডিও অফিস ঘিরবে না। সবাই যে যার মত মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র জমা ছাড়া যদি বিডিও বা এসডিও অফিসে লোক থাকে তা হলে আমাকে ফোন করে জানাবেন। কোনও রকম অন্যায় হবে না।’’ সেই সঙ্গেই অবশ্য পঞ্চায়েতেও খেলা হবে বলে জানিয়ে দিয়েছেন অনুব্রত। হেঁয়ালির সুরে তাঁর মন্তব্য, ‘‘এ বারের ভোটে ফ্যান্টাস্টিক খেলা হল। একতরফা খেলা হল। পঞ্চায়েতেও একই খেলা হবে।’’

গত পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে হামলা চালিয়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তাই অনুব্রতের এমন আশ্বাস বিশ্বাস করতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, পুরভোটের আগে এমন কথা তিনি বললেও দেদার ছাপ্পা ভোট, বহিরাগতদের নিয়ে হামলা চলেছে। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, “গণতন্ত্রের প্রতি ওঁর কোনও শ্রদ্ধা নেই। সে জন্য এই ধরনের কথাবার্তা বলছেন।”

Advertisement

এ দিন সিপিএমের প্রশংসাও শোনা গিয়েছে বীরভূমের ‘কেষ্টদা’র মুখে। বিজেপিকে পিছনে ফেলে সিপিএমের উঠে আসা প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘এটাই তো হবে। একটা মিথ্যাবাদী দল বিজেপি। ২০১৯-এ যে ভুল করেছিল তা সংশোধন করায় আবার সিপিএম ভোট পাচ্ছে। সিপিএম সব জায়গায় আবার মাথাচাড়া দিয়ে দাঁড়াচ্ছে। দলটা নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদীর দল নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement