archaeological survey of india

Archaeological Survey of India: বিনা টিকিটে ঘুরে দেখা

ভারতের পতাকার তিনটি রং দিয়ে সেজে উঠবে কলকাতার কারেন্সি ভবন, মেটকাফ হল এবং চন্দননগরের ডুপ্লে প্যালেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ০৬:১৭
Share:

ছবি: সংগৃহীত।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে চলছে ‘আজ়াদি কা অমৃত মহোৎসব’। সেই উপলক্ষে শুক্রবার থেকে ১৫ অগস্ট পর্যন্ত তাদের সংরক্ষিত রাজ্যের সব সৌধ বিনা টিকিটেই ঘুরে দেখার সুযোগ করে দিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ।

Advertisement

শুক্রবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা সার্কেলের প্রধান পুরাতত্ত্ববিদ শুভ মজুমদার বলেন, ‘‘বিষ্ণুপুরের রাসমঞ্চ, জোড়বাংলা, শ্যামরাই মন্দির, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, কোচবিহার রাজবাড়ি ও কলকাতার মেটকাফ হল দেখতে ১৫ অগস্ট পর্যন্ত দর্শনার্থীদের কাছ থেকে টিকিটের টাকা নেওয়া হচ্ছে না।’’

সেই সঙ্গেই ভারতের পতাকার তিনটি রং দিয়ে সেজে উঠবে কলকাতার কারেন্সি ভবন, মেটকাফ হল এবং চন্দননগরের ডুপ্লে প্যালেস। ৮ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত এই রঙের আলোয় সজ্জিত থাকবে ভবনগুলি।

Advertisement

মেটকাফ হলে তুলনামূলক ভাবে কম আলোচিত এমন স্বাধীনতা সংগ্রামীদের উপরে একটি ছবির প্রদর্শনী হবে। ১২-১৫ অগস্ট সেই সঙ্গে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন