প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে আসছেন গৌতম কুণ্ডু। শুভাশিস ভট্টাচার্যের তোলা ছবি।
কর্ণধার গ্রেফতার হয়েছেন দিন পনেরো আগে। এ বার অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত-সহ পাঁচ কর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা নগর দায়রা আদালত। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত মুখ্য বিচারক গোপালচন্দ্র কর্মকার এই নির্দেশ দেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র আইনজীবী অভিজিৎ ভদ্র জানান, ওই অভিযুক্তেরা যে-সব এলাকায় বাস করেন, সেখানকার থানাকেই এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হবে। ইডি আদালতের পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবে। টাকা নয়ছয়ের অভিযোগে ২৫ মার্চ রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছে ইডি। ২ এপ্রিল সেই মামলায় চার্জশিটও পেশ করেছে তারা। চার্জশিটে গৌতম এবং রোজ ভ্যালি রিয়েল এস্টেট সংস্থা ছাড়াও ওই পাঁচ জনের নাম ছিল।
বাবার অন্ত্যেষ্টি এবং পারলৌকিক কাজে যোগ দেওয়ার জন্য বুধবার গৌতমকে শর্তসাপেক্ষে ১৪ দিনের জন্য জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তিনি জামিনের শর্ত মেনে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করেছেন কি না, বৃহস্পতিবার তা জানতে চান বিচারক। তদন্তকারী অফিসার জানান, এ দিন দুপুর পর্যন্ত গৌতম বা তাঁর তরফে কেউ তদন্তকারীর সঙ্গে যোগাযোগ করেননি। গৌতমের আইনজীবীরা জানান, সকালে জেল থেকে বেরিয়েই বাবার অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছেন তাঁর মক্কেল। তাই তদন্তকারীর সঙ্গে দেখা করে উঠতে পারেননি।
গৌতম শর্ত মানলেন কি না, আজ, শুক্রবার ইডি-র তদন্তকারী অফিসার আদালতকে তা জানাবেন। ইডি-র আইনজীবী জানান, পরোয়ানা পাঠানোর ক্ষেত্রে তাঁরা কিছু সময় চেয়েছিলেন। সেই বিষয়টিও আজ, শুক্রবার আদালতে জানানো হবে। তার পরেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করবে আদালত।