Cyber Crime

সাইবার অপরাধের কেন্দ্র এ বার কলকাতাও

এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আতশ কাচেও কলকাতা সাইবার অপরাধের নতুন কেন্দ্র হিসেবে উঠে এল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, পশ্চিমবঙ্গের কলকাতা, রাজস্থানের ভরতপুর এবং মহারাষ্ট্রের মুম্বই এখন সাইবার অপরাধের নতুন কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৬:৫১
Share:

—প্রতীকী চিত্র।

গত বছর ডিসেম্বরের শেষে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা মাসিক সম্মেলনে বলেছিলেন, এক বছরে কলকাতা শহরে সাইবার অপরাধের মাধ্যমে ১০০ কোটি টাকার প্রতারণা হয়েছে।

এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আতশ কাচেও কলকাতা সাইবার অপরাধের নতুন কেন্দ্র হিসেবে উঠে এল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, পশ্চিমবঙ্গের কলকাতা, রাজস্থানের ভরতপুর এবং মহারাষ্ট্রের মুম্বই এখন সাইবার অপরাধের নতুন কেন্দ্র। ঝাড়খণ্ডের দুমকা, জামতাড়া থেকে অনেক দিন ধরেই সাইবার অপরাধীরা কাজ করছে। তার সঙ্গে এখন কলকাতাও সাইবার অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সাইবার অপরাধ শাখার প্রধানরাও ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, কলকাতার সাইবার অপরাধীরা মূলত আর্থিক প্রতারণার কাজ করছে। তার মধ্যে কেওয়াইসি-র তথ্য সংশোধন করা, শেয়ার বাজারে লোভনীয় লগ্নির প্রস্তাব, টিকিট বুকিং, ডিজিটাল গ্রেফতার, কুরিয়রে ড্রাগ মিলেছে বলে হুমকি, ওটিপি জেনে নেওয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ রয়েছে। প্রতারণার অর্থের মাত্র ১৫% উদ্ধার করা গিয়েছে। সাইবার অপরাধ দমনের সঙ্গে যুক্ত এক সরকারি কর্তার বক্তব্য, ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং বা রাজস্থান-হরিয়ানা সীমানায় ভরতপুরের কিছু এলাকা থেকে সাইবার অপরাধীরা কাজ করছে বলে জানা থাকলেও সেখানে পুলিশের পক্ষে অভিযান চালানো কিছুটা ‘শক্ত’। কিন্তু মুম্বই বা কলকাতার মতো বড় শহরে সাইবার অপরাধীরা ঠিক কোথায় বসে কাজ করছে, তা খুঁজে বের করাই কঠিন। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সাইবার অপরাধের বিরুদ্ধে সক্রিয় হয়ে অভিযান এবং দ্রুত তদন্তের কাজ শেষ করতে হবে। কেন্দ্রের তরফে প্রযুক্তিগত সাহায্য প্রয়োজন হলে করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই ফোর সি)-র অধীনে যৌথ সাইবার অপরাধী বাহিনী গড়ে তোলা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন