বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
বিধানসভার স্ট্যান্ডিং কমিটিগুলির পরিদর্শন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে আগেই। সকলেই বাড়তি সতর্ক রয়েছেন। এই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না- হওয়া পর্যন্ত কমিটিগুলির পরিদর্শন বন্ধ থাকবে। পরে সব দিক খতিয়ে দেখে বিষয়টি ফের বিবেচনা করা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে