SIR in West Bengal

এসআইআরে নাম বাদ পড়ার হিসাব দিল কমিশন, সোমের তুলনায় মঙ্গলে বাতিলের তালিকায় জুড়ল প্রায় চার লক্ষ

কমিশন সূত্রে আরও খবর, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আরও প্রায় চার লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) ভোটারের নাম বাদ যাওয়ার হিসাব সোমবার পর্যন্ত ছিল ১০ লক্ষ। ২৪ ঘণ্টা পর তা আরও কিছুটা বাড়ল। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার।

Advertisement

এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে প্রাথমিক ধারণা কমিশনের। কমিশন সূত্রে খবর, প্রতি দিনই নাম বাদ দেওয়ার তথ্য আসছে। ফলে প্রতি দিনই নাম বাদ দেওয়ার হিসাব বাড়বে। আপাতত বুথ লেভেল অফিসার (বিএলও)-দের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সে ক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে, তা এক প্রকার নিশ্চিত।

কমিশন সূত্রে আরও খবর, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে কোনও হিসাবই চূড়ান্ত নয়।

Advertisement

প্রথমে বুথে বুথে বিএলও-রা ফর্ম বিলি করেছেন। পরে পূরণ করা ফর্ম তাঁরা সংগ্রহ করেছেন। সেই সময় বিএলও-রা তথ্য পেয়েছেন, কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এল। সেই সব তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যা মিলছে। তার মধ্যে রয়েছেন মৃত ভোটার। এ ছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা। তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখার। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

এসআইআর পর্বে বার বার ‘অনুপ্রবেশ তত্ত্বে’ শাণ দিয়েছে বিজেপি। রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের দাবি করেছেন, এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে। তাতে মৃত ভোটার, একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও। যদিও ‘অনুপ্রবেশকারী ভোটার’ প্রসঙ্গে এখনও কিছু জানায়নি কমিশনের সূত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement