সেতু পরীক্ষা

রাজ্যের অনেক সেতুই পুরনো হয়েছে। বয়স হয়েছে বাঁধগুলিরও। তাই সব উড়ালপুল, সেতু ও বাঁধের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:২৭
Share:

রাজ্যের অনেক সেতুই পুরনো হয়েছে। বয়স হয়েছে বাঁধগুলিরও। তাই সব উড়ালপুল, সেতু ও বাঁধের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ব্যাপারে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের কমিটি প্রাথমিক রিপোর্ট দিয়েছে। মুখ্যমন্ত্রী মনে করেন, সেতু ও উড়ালপুলেরই অবস্থা যাচাই করলে সামগ্রিক একটা চিত্র থাকবে প্রশাসনের কাছে। যে-সব দফতরের অধীনে বিভিন্ন সেতু, উড়ালপুল ও বাঁধ রয়েছে, তারাই পরীক্ষা করে রিপোর্ট দেবে। প্রয়োজনে সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থাও নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন