Cyber fraud

রাজ্যে সাইবার জালিয়াতিতে বাংলাদেশ-যোগ! সীমান্ত এলাকা থেকে গ্রেফতার ঢাকার চার জন-সহ মোট সাত

সাইবার জালিয়াতিকাণ্ডে বাংলাদেশ-যোগের খোঁজ পেল পুলিশ। রাজ্যের সীমান্ত জেলা মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হলেন মোট সাত জন। তাঁদের চার জন বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে দাবি পুলিশের। বাকি তিন জন মুর্শিদাবাদের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৯:৩৫
Share:

সাইবার জালিয়াতিকাণ্ডে পুলিশের জালে ঢাকার চার জন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সাইবার জালিয়াতিকাণ্ডে বাংলাদেশ-যোগের খোঁজ পেল পুলিশ। রাজ্যের সীমান্ত জেলা মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হলেন মোট সাত জন। তাঁদের চার জন বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে দাবি পুলিশের। বাকি তিন জন মুর্শিদাবাদের বাসিন্দা।

Advertisement

বহরমপুর সাইবার থানার পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বড়ঞা থানার মুনাই কাঁদরা এলাকায় এক জনের বাড়ি থেকে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড, সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার কান্দি মহকুমা পুলিশ আধিকারিক রাসপ্রিত সিংহ জানান, ধৃতদের কাছ থেকে ১২১টি এটিএম কার্ড, ২টি ল্যাপটপ, ১৩টি মোবাইল, ৪৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। অভিযুক্তেরা ওই এটিএম এবং সিম দিয়ে জালিয়াতি করছিলেন। বাংলাদেশের সঙ্গে কী ভাবে যোগাযোগ হল, বাংলাদেশের টাকা পাচার হচ্ছিল কি না, সে সমস্ত বিষয়ে তদন্ত করা হচ্ছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেজাজত চেয়ে শুক্রবার বহরমপুর আদালতে হাজির করানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement