Doctor arrested

নাবালিকার শ্লীলতাহানি! ধৃত বারাসত মেডিক্যালের ডাক্তার, আরজি কর আন্দোলনে সামনের সারিতে ছিলেন বলে দাবি

পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। অভিযুক্ত বিহারের বাসিন্দা। তিনি বারাসত মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২১:০০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

হাসপাতালে চিকিৎসার সময়ে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারও করেছে বারাসত থানার পুলিশ। অভিযুক্ত বিহারের বাসিন্দা। তিনি বারাসত মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক।

Advertisement

হাসপাতাল প্রশাসন সূত্রে দাবি, গত বছর আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়েছিল, বারাসত মেডিক্যালেও তার আঁচ পড়েছিল। সেখানে বিক্ষোভ-প্রতিবাদের সামনের সারিতে ছিলেন এই অভিযুক্ত।

হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, বুধবার অ্যাপেন্ডিক্স অপারেশন করার সময় অভিযুক্ত চিকিৎসক এক নাবালিকার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। নাবালিকা গোটা ঘটনা তার পরিবারের লোকেদের জানানোর পরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই গ্রেফতার হন অভিযুক্ত।

Advertisement

বারাসত মেডিক্যাল কলেজের অতিরিক্ত সুপার সুব্রত মণ্ডল জানান, অভিযুক্ত বয়েজ হস্টেলে থেকে পড়াশোনা করতেন। সুব্রত বলেন, ‘‘মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement