Bomb Blast Case

কাটোয়ায় পর পর বোমা বিস্ফোরণে মৃত অন্তত ১, জখম হয়ে হাসপাতালে ৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌয়া গ্রামে মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে পর পর দু’টি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০১:২৬
Share:

—প্রতীকী চিত্র।

কাটোয়ায় পর পর ভয়াবহ বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। ভেঙে পড়ল বাড়ির দেওয়াল। বিস্ফোরণে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। জখম ৩ জনকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌয়া গ্রামে মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে পর পর দু’টি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়। একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে। বিস্ফোরণের জেরে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও মৃতের নাম বা পরিচয় জানা যায়নি। বোমা বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শেখ তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল। তাঁরা সকলেই রাজৌয়া গ্রামের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক অনুমান, তুফান মৃত লম্বু শেখের পরিত্যক্ত একটি মাটির বাড়িতে বাইরে থেকে কিছু দুষ্কৃতীদের সঙ্গে বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময়েই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছোয় পুলিশ। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণে ব্যবহৃত উপাদান কী ছিল, কোথা থেকে আনা হয়েছে, তুফানের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

ঘটনার পর থেকেই আতঙ্কিত রাজৌয়া গ্রামের বাসিন্দারা। অনেকে রাতেই গ্রাম ছেড়ে আত্মীয়দের বাড়িতে চলে যান। গ্রামবাসীদের বক্তব্য, “এমন ভয়ঙ্কর শব্দ আগে কোনও দিন শুনিনি। পুরো বাড়ি কেঁপে ওঠে। জানি না আর কী হতে পারত।”

কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, “বোমা বিস্ফোরণে এক জন মারা গিয়েছেন। কয়েক জন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ এলাকায় আছে। তদন্ত শুরু করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement