প্রকল্প দেখবে ভিন্‌ রাজ্যের দল

শেষে সে নিয়ে দুর্গাপুরে একটি পর্যালোচনা বৈঠকও হবে। সেখানে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের থাকার কথা রয়েছে।

Advertisement

সৌমেন দত্ত

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০১:১৯
Share:

প্রতীকী ছবি।

একশো দিনের কাজ চালু হওয়া ইস্তক এ রাজ্য থেকে প্রতিনিধি দল বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ দেখে এসেছেন। সেখানে দেখা কাজে উৎসাহিত হয়ে এখানে নানা প্রকল্প নেওয়া হয়েছে। এ বার ভিন্‌ রাজ্যের প্রতিনিধি দল আসছে এ রাজ্যের প্রকল্প দেখতে। প্রশাসন সূত্রে জানা যায়, নতুন বছরে ওই দল এসে রাজ্যের ছ’টি জেলা ঘুরে অন্য প্রকল্পের সঙ্গে একশো দিনের কাজ জুড়ে কী ভাবে কাজ হয়ছে, তা সরেজমিনে দেখবে। শেষে সে নিয়ে দুর্গাপুরে একটি পর্যালোচনা বৈঠকও হবে। সেখানে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের থাকার কথা রয়েছে।

Advertisement

একশো দিনের কাজ প্রকল্পের রাজ্যের এক আধিকারিক বলেন, ‘‘ওডিশা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্য মিলিয়ে ৪০ জনের প্রতিনিধি দল আসবে। ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি দলের সদস্যেরা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় একশো দিন প্রকল্পের সঙ্গে অন্য সরকারি প্রকল্প মিলিত ভাবে কী কাজ করেছে, তা দেখবেন।” ওই দলে রাজ্যের প্রতিনিধি হিসেবে থাকবেন অতিরিক্ত মুখ্য সচিব (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর) সৌরভকুমার দাস, যুগ্ম সচিব অপরাজিতা সারেঙ্গি ও কমিশনার দিব্যেন্দু সরকার। দিব্যেন্দুবাবু বলেন, ‘‘তামিলনাড়ু, কর্ণাটক, ওডিশা-সহ দশটি রাজ্যের প্রতিনিধিরা থাকবেন ওই দলে।’’

জানা গিয়েছে, প্রতিনিধি দলটি প্রথমে পূর্ব বর্ধমানের গলসির ইকো পার্ক দেখে দুর্গাপুরে যাবে। সেখানে বৈঠকের পরে পশ্চিম বর্ধমানের তিনটি পঞ্চায়েতে কাজ দেখবেন। তার পরে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম ঘুরে বীরভূম যাবে। ১২ জানুয়ারি দুর্গাপুরে পর্যালোচনা বৈঠক করে ওই দলের সদস্যেরা জানার চেষ্টা করবেন, কী ভাবে ও কোন পদ্ধতিতে অন্য সরকারি প্রকল্পের সঙ্গে একশো দিনের প্রকল্প মিলিয়ে কাজ হয়েছে। তাঁদের রাজ্যেও এমনটা করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ।

Advertisement

পূর্ব বর্ধমানে ১০০ দিনের কাজের নোডাল অফিসার বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “গলসি কলেজের একটি জায়গা শৌচাগার হয়ে উঠেছিল। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প ও ১০০ দিনের কাজকে সংযুক্ত করে প্রায় দেড় কোটি টাকা খরচে ইকো পার্ক গড়ে তোলা হচ্ছে।” পার্কের ভিতরে প্রাণিবিকাশ দফতর কোয়েল ও হাঁসের পোল্ট্রি খুলেছে, পুকুর খনন করে মৎস্য দফতর মাছ চাষ করছে, পাড়ে ফুল-ফলের গাছ লাগানো হয়েছে। তার সঙ্গে যুক্ত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীকে।

রাজ্যের নির্দেশ অনুসারে, ওই প্রতিনিধি দল ইকো পার্কের পাশাপাশি অন্য জেলায় লম্বা কংক্রিকেটের রাস্তা, দু’হাজার গাছ রয়েছে এমন ফলের বাগান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তার ধারে ৫-৭ কিলোমিটার জুড়ে সবুজায়ন, নদী ও নদীবাঁধের সংস্কার, জল বিভাজিকা প্রকল্প, ফ্লাই অ্যাশের ইট তৈরির ভাটা ঘুরে দেখবে। বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে সংশ্লিষ্ট কাজের নথিও দেখতে পারেন বলে দলের সদস্যেরা, জানান রাজ্যের কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement