BJP-TMC Conflict

বিজেপি কর্মীকে মারধর এবং লুটপাটের ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল কর্মী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের রামকৃষ্ণপল্লির বাসিন্দা বিজেপি কর্মী ফাল্গুনী দত্ত বুধবার রাত ১১টা ৪৫ নাগাদ স্কুটি নিয়ে কালীঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বীরহাটা দিয়ে যাওয়ার সময়ে ১০ থেকে ১২ জন পূর্ব রাগবশত তাঁর পথ আটকান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০১:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

এক বিজেপি কর্মীকে মারধর ও তাঁর টাকার ব্যাগ, সোনার চেন, আংটি ছিনিয়ে নেওয়া এবং স্কুটি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে বর্ধমান পুলিশ। ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আদালতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানায়নি পুলিশ। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৮ অক্টোবর ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

Advertisement

ধৃতদের নাম সৌরভ বল ওরফে বুবুন ও বাপন ধীবর। বর্ধমানের ছোটনীলপুর জোড়াপুকুর এলাকায় সৌরভের বাড়ি। বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাপনের বাড়ি। বৃহস্পতিবার রাতে বর্ধমানের আলিসা বাসস্ট্যান্ড থেকে সৌরভকে পাকড়াও করে পুলিশ। শুক্রবার ভোরে স্টেশন মোড় এলাকা থেকে বাপনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের রামকৃষ্ণপল্লির বাসিন্দা বিজেপি কর্মী ফাল্গুনী দত্ত বুধবার রাত ১১টা ৪৫ নাগাদ স্কুটি নিয়ে কালীঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বীরহাটা দিয়ে যাওয়ার সময়ে ১০ থেকে ১২ জন পূর্ব রাগবশত তাঁর পথ আটকান। লোহার রড, পাঞ্চ ও লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর স্কুটিটিও ভাঙচুর করা হয়। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এমন কি গলা টিপে তাঁকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে এলে, দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় সোনার চেন, আংটি ও মানিব্যাগ ছিনতাই করেন ওই দুই অভিযুক্ত।

স্থানীয়েরাই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাল্গুনীকে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা হয়। পরে ফাল্গুনী বর্ধমান থানায় এই ঘটনাটি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, এই ঘটনায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া এক নেতা-সহ বেশ কয়েক জনের নাম জড়িত রয়েছে। গোটা ঘটনাটাই খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কারণে ফাল্গুনীকে হেনস্থা করা হল, তা-ও তদন্ত করে দেখছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement