arrest

Arrest: বাসে পুরুষ যাত্রীর গা ঘেঁষে দাঁড়িয়ে আড়াই লাখ টাকা কেপমারি, বর্ধমানে গ্রেফতার ২ তরুণী

ধৃতদের নাম আয়েষা রায় এবং এসবেরিয়া বেদী। তাদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। ধৃতেরা বীরভূমের আমোদপুর থানার সাহানিপুরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১১
Share:

যাত্রী সেজে টাকা লুঠ। প্রতীকী ছবি

যাত্রী সেজে বাসে উঠে এক রাইসমিল মালিকের ব্যাগ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা কেপমারি করেছিলেন দুই তরুণী। তার ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান জেলার পুলিশ তাঁদের গ্রেফতার করল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আয়েষা রায় এবং এসবেরিয়া বেদী। তাদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। ধৃতেরা বীরভূমের আমোদপুর থানার সাহানিপুরের বাসিন্দা।

Advertisement

ভাতারের নর্জা এলাকার রাইসমিল মালিক অরূপ ভট্টাচার্যের দাবি, বুধবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গা থেকে পাওনা টাকা তুলে ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তাঁর ব্যাগ থেকে নগদ ২ লক্ষ ৪১ হাজার টাকা লোপাট করেন দুই তরুণী। অরূপের বক্তব্য, ‘‘বাসে সেই সময় কিছুটা ভিড় ছিল। এক দল মহিলার মধ্যে দু’তিন জন আমার গা ঘেঁষে দাঁড়িয়েছিল। কিছুটা যাওয়ার পর ওই মহিলারা সকলেই নেমে যান। তখন নজরে পড়ে, আমার টাকার ব্যাগ ব্লেড দিয়ে কাটা। ভিতরে টাকাও ছিল না।’’

অভিযোগ পেয়ে পুলিশ বর্ধমান-কাটোয়া রোড ধরে তল্লাশি শুরু করে। তাতে আয়েষাকে সন্দেহের বশে আটক করা হয়। পুলিশের দাবি, সে জিজ্ঞাসাবাদের সময় টাকা কেপমারির কথা স্বীকার করে। এর পর বুধবার রাতে আমোদপুরে অভিযান চালিয়ে অন্য অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। তবে লোপাট হওয়া টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। মহিলাদের একটি গ্যাং এই ধরনের কেপমারির সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement