Dead Body Recovered

বর্ধমানের মেস থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

রবিবার বিকেলে মেসের বাথরুমে জানালায় গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন অন্যান্য ছাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ২৩:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বর্ধমান শহরের শরৎপল্লি এলাকায় একটি মেসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার বিকেলে মেসের বাথরুমে জানালায় গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন অন্যান্য ছাত্রীরা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম কোয়েল অধিকারী (২১)। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তাঁর বাড়ি। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএসসির জুলজি বিভাগের পার্ট–১এর ছাত্রী ছিলেন।

ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। তবে, কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement