ক্রিকেট মাঠে অসুস্থ হয়ে মৃত ভিন্-দেশি

তদন্তে নেমে নিউটাউনশিপ থানার পুলিশ জানতে পেরেছে, ওই দিন বিকেলে ডিএসপি টাউনশিপের রাজীব গাঁধী ময়দানে গিয়েছিলেন। সেখানে অন্য কয়েক জন মার্কিন নাগরিকের সঙ্গে তিনি ক্রিকেট খেলেন। খেলতে খেলতে বুকে ব্যথা অনুভব করেন টিমোথি, এমনটাই জানতে পেরেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০১:২৬
Share:

বাঁ দিকে, টিমোথি প্যাট্রিক। ডান দিকে, এখানেই ভাড়া থাকতেন ওই মার্কিন নাগরিক। নিজস্ব চিত্র

এক মার্কিন নাগরিকের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃত টিমোথি প্যাট্রিক (৩২) আমেরিকার লুইসিয়ানার বাসিন্দা।

Advertisement

তদন্তে নেমে নিউটাউনশিপ থানার পুলিশ জানতে পেরেছে, ওই দিন বিকেলে ডিএসপি টাউনশিপের রাজীব গাঁধী ময়দানে গিয়েছিলেন। সেখানে অন্য কয়েক জন মার্কিন নাগরিকের সঙ্গে তিনি ক্রিকেট খেলেন। খেলতে খেলতে বুকে ব্যথা অনুভব করেন টিমোথি, এমনটাই জানতে পেরেছে পুলিশ। খানিক বাদে সুস্থ হয়ে ফের খেলতে শুরু করেন। কিন্তু, তার পরে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। টিমোথিকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান তাঁর সঙ্গীরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় বলেন, ‘‘এটা নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। শুনেছি, ক্রিকেট খেলার সময়েই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান। তাঁকে হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।’’

পুলিশ জানায়, টিমোথির স্ত্রী হ্যানা লি হামবি স্কট আমেরিকার এক বেসরকারি সংস্থার কর্মী। তিনি সংস্থার তরফে পশ্চিমবঙ্গে ব্যবসার সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে গবেষণার কাজে যুক্ত। সেই সূত্রে রাজ্যের একটি বেসরকারি সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। পাঁচ বছরের ‘বিজনেস ভিসা’ নিয়ে হ্যানা ভারতবর্ষে এসেছেন। গত ১ অক্টোবর থেকে তিনি ও তাঁর স্বামী টিমোথি মাসে ১৭ হাজার টাকা ভাড়ায় দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় জাতীয় সড়কের ধারে একটি বহুতল আবাসনে থাকতে শুরু করেন।

Advertisement

ঘটনার খবর পেয়ে হ্যানা ও টিমোথির আবাসনে গিয়েছিলেন দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভুঁই। তবে সেই সময়ে আবাসন তালাবন্ধ ছিল। কাউন্সিলরের কথায়, ‘‘শুনেছি, ক্রিকেট খেলার সময়ে অসুস্থ হয়ে যান ওই মার্কিন নাগরিক। খুবই দুঃখজনক ঘটনা। তাঁর মৃত্যুর ঠিক তদন্ত হোক, এটাই চাই।’’

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদী বলেন, ‘‘দেহের ময়না-তদন্ত করানো হবে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে দেহটি পাঠানোও হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন