Stealing

Hospital: রান্নাঘর থেকে বিদ্যুৎ চুরি করে টোটোর ব্যাটারি চার্জ! হাসপাতালের বিল এল ৮৪ লক্ষ টাকা

ছানবিন করতে গিয়ে দেখা গিয়েছে, হাসপাতালের রোগীদেরও দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। মাছের বদলে দেওয়া হয়েছে ডিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০২ জুন ২০২২ ২৩:১৫
Share:

নিজস্ব চিত্র

হাসপাতালের বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে গেল কী ভাবে, খতিয়ে দেখতে গিয়ে মাথায় হাত কর্তৃপক্ষের। দেখা গেল, হাসপাতালের রান্নাঘরের জানলার ফাঁক দিয়ে তাড় বার করে পাশেই দাঁড় করানো টোটোর ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের বিদ্যুৎ চুরি করার অপরাধে টোটো চালককে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ছানবিন করতে গিয়ে দেখা গেল, হাসপাতালের রোগীদেরও দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। মাছের বদলে দেওয়া হয়েছে ডিম। তাও আবার অনেকের পাতে পড়েছে পচা ডিম। এই অভিযোগ ওঠার পর হাসপাতালে খাবার সরবরাহকারী ঠিকাদার সংস্থার দাবি, ‘‘বাজারে মাছ পাওয়া যায়নি বলেই রোগীদের ডিম দেওয়া হয়েছে।’’

Advertisement

কাটোয় মহকুমা হাসপাতালে গত তিন মাসের বিদ্যুৎ বিল ৮৪ লক্ষ টাকা এসেছে। বিদ্যুতের বিল এত দেখেই টনক নড়ে কর্তৃপক্ষের। কোথায় কোথায় বিদ্যুৎ অপচয় হচ্ছে, তা খতিয়ে দেখতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, রান্নাঘর থেকে চুরি করা হচ্ছে বিদ্যুৎ। হাসপাতালের বিদ্যুতের লাইন থেকে চার্জ দেওয়া হচ্ছে টোটোর ব্যাটারি। এর পরেই ওই টোটো চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পরে জানা যায়, টোটোটি হাসপাতালে খাবার সরবরাহকারী ঠিকাদার শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের। বিদ্যুৎ চুরির অভিযোগ ওঠায় তিনি সাফাই দিয়ে বলেন, ‘‘টোটোটি আমারই। হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ করি আমি। তাই, এখান থেকেই ব্যাটারি থেকে চার্জ দিই।’’

এর পরেই শিবপ্রসাদের কাজকর্ম খতিয়ে দেখা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের রোগীকল্যাণ সমিতি জানতে পারে, রোগীদের জন্যও অত্যন্ত খারাপ মানের খাবার সরবরাহ করছেন শিবপ্রসাদ। তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সতর্কও করে দেওয়া হয়েছে। এই খবর কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছয়। তিনি বলেন, ‘‘রোগীদের খাবারের মান খুব খারাপ শুনলাম। বৃহস্পতিবার রোগীদের জন্য মাছ বরাদ্দ ছিল। কিন্তু ডিম দেওয়া হয়েছে। তাও অনেক ডিম পচা ছিল। আবার অনেক রোগী ডিমই পাননি। আমরা ঠিকাদার সংস্থাকে সতর্ক করেছি। ঠিক ভাবে কাজ না করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

তবে খাবারের মান নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে শিবপ্রসাদ বলেন, ‘‘আজ (বৃহস্পতিবার) বাজারে ভাল মাছ পাইনি। তাই ডিম রান্না করা হয়েছিল। কিছু ডিম রান্নার সময় ভেঙে যায়। তাই পচা বলে মনে হয়। খারাপ খাবার দেওয়া হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন