হস্টেলে মৃত ছাত্র

হস্টেলে এক ছাত্রের মৃত্যু হল ফুলঝোড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। পুলিশ জানিয়েছে, মৃত সৌরভ দত্ত (২১) ওই কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার রাত দেড়টা নাগাদ হঠাৎ বুকে যন্ত্রণা অনুভব করেন সৌরভ। বন্ধুরা সৌরভকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০১:৪১
Share:

হস্টেলে এক ছাত্রের মৃত্যু হল ফুলঝোড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। পুলিশ জানিয়েছে, মৃত সৌরভ দত্ত (২১) ওই কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার রাত দেড়টা নাগাদ হঠাৎ বুকে যন্ত্রণা অনুভব করেন সৌরভ। বন্ধুরা সৌরভকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। সৌরভের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরে ডাক্তারেরা জানান, হৃদরোগে মৃত্যু হয়েছে সৌরভের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement