—প্রতীকী চিত্র।
ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণ তৃণমূল সমর্থকের। মৃত ওই সমর্থকের নাম মধুসূদন পাল (৭২)। বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিহিবেতা গ্রামে।
সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে বাসে করে কাঁকসা ফেরার সময় বাসটি ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট এলাকায় রাস্তার ধারে দাঁড়ায়। তখন মধুসূদন বাস থেকে নেমে রাস্তার অপরপ্রান্তে একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান। মিষ্টি কিনে রাস্তা পারাপার করার সময় কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি যাত্রিবাহী বাস তাঁকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তড়িঘড়ি বর্ধমান থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। প্রবীণ ওই তৃণমূল সমর্থকের মৃত্যুর খবর কাঁকসায় তাঁর গ্রামে পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, সোমবার ছিল তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি। হুগলি খানাকুল থানার অন্তর্গত বালিপুর এলাকা থেকে একটি গাড়িতে চেপে প্রায় ৩০ জন তৃণমূল কর্মী সোমবার ধর্মতলার সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। সেই কর্মসূচিতে যাওয়ার সময় জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, গাড়ির ছাদ থেকে নিচে পড়ে গিয়ে বেশ কয়েক জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।