Hul Diwas 2025

হুল দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আদিবাসী নেতা

সোমবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকে হুল দিবসের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত জগত মাঝি পরগনা মহলের আদিবাসী নেতা সিধু হাঁসদা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ২৩:৪৮
Share:

আদিবাসী নেতা সিধু হাঁসদা। —নিজস্ব চিত্র।

সোমবার ছিল হুল দিবস। এ দিন পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি অফিসে জেলা হুল দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই হুল দিবসের মঞ্চ থেকে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আদিবাসী নেতা সিধু হাঁসদা। এই ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়েন মন্ত্রী স্বপন দেবনাথ থেকে জেলাশাসক-সহ প্রশাসনের আধিকারিকেরা।

Advertisement

সোমবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকে হুল দিবসের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত জগত মাঝি পরগনা মহলের আদিবাসী নেতা সিধু হাঁসদা। তাঁর বাড়ি বর্ধমানের মেমারিতে। তিনি মঞ্চে বক্তৃতা করতে গিয়ে উন্নয়ন নিয়ে রীতিমতো রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে তুলোধনা করেন। তিনি বলেন, “আমরা তৃণমূল সরকারের কাছ থেকে কোনও উন্নয়ন পাইনি। আমার গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। হেঁটে যাতায়াত করা যাচ্ছে না।” শিক্ষাক্ষেত্রেও কোনও উন্নয়ন হয়নি বলে তিনি দাবি করেন। মঞ্চে তখন উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বোলপুরের সাংসদ অসিতকুমার মাল, পুলিশ সুপার সায়ক দাস-সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকেরা।

জানা গিয়েছে, মন্ত্রী স্বপন দেবনাথ আদিবাসী নেতার বক্তব্যে বেশ অস্বস্তিতে পড়েন। তিনি বলেন, “কত রাস্তায় উন্নয়ন হয়েছে সেটাও তো বলতে হবে।” আর সিধুর ক্ষোভপ্রকাশ নিয়ে স্বপন বলেন, “ক্ষোভ নয়, সুযোগ পেয়ে তাঁর এলাকার রাস্তার খারাপ অবস্থা তুলে ধরেছেন। এটা ক্ষোভ নয়। জয় জোহার তো পাচ্ছে। সেটাও তো বলতে হবে। আগে তো এ সব ছিল না। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মমতাদিদি তো কাজ করছেন।”

Advertisement

জেলাশাসক আয়েশা রানি এ বলেন, “কোথাও হয়ত যোগাযোগের দূরত্ব থেকে গিয়েছে। তাই কাজের ক্ষেত্রে সমস্যা হয়েছে। বিষয়টি আমাদের দেখে নিতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement