হিসাব চেয়ে স্কুলে বিক্ষোভ পূর্বস্থলীতে

স্কুলে সরকারি বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ডাঙাপাড়া এফপি বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা ঘরে বিক্ষোভ চলে। ঘেরাও করে রাখা হয় ১৬ জন শিক্ষককে। পরে পুলিশ এসে পরিস্থতি সামাল দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্বস্থলী শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০১:৪২
Share:

স্কুলে সরকারি বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ডাঙাপাড়া এফপি বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা ঘরে বিক্ষোভ চলে। ঘেরাও করে রাখা হয় ১৬ জন শিক্ষককে। পরে পুলিশ এসে পরিস্থতি সামাল দেয়।

Advertisement

স্কুলটিতে প্রায় ৭০০ ছাত্রছাত্রী রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তিন বছর ধরে স্কুলভবন নির্মাণ-সহ নানা সরকারি প্রকল্পে লক্ষাধিক টাকা পেয়েছে স্কুল। কিন্তু সে টাকা কোথায়, কিভাবে খরচ হয়েছে তার হিসাব দেননি স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক রমাকান্ত ভট্টাচার্যের কাছে স্কুলের সরকারি বরাদ্দ অর্থের হিসাব চান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রধান শিক্ষক শুক্রবার আয়ব্যয়ের হিসেব পেশ করার জন্য সম্মতি জানান। বিষয়টি এলাকায় মাইকেও ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু এ দিন দুপুরে স্কুলে গিয়ে ওই শিক্ষকের দেখা পাননি এলাকার মানুষজন। জানা যায়, ওই শিক্ষক দু’মাসের ছুটিতে গিয়েছেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। ঘেরাও করে রাখা হয় শিক্ষকদের। পরে নাদনঘাট থানার পুলিশ এসে তদন্তের আশ্বাস গিলে ঘেরাও ওঠে। পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাটি নিয়ে তদন্ত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন