Arrest

তরুণীর অশালীন ছবি তুলে ব্ল্যাকমেল, পুরুলিয়া থেকে গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী পেশায় পুরুলিয়ার একটি বেসরকারি হাসপাতালের নার্স। থাকেন হাসপাতাল সংলগ্ন মহিলা হস্টেলে। গত ১৪ জুন ঘর থেকে তাঁর স্মার্ট ফোনটি চুরি যায়। বর্ধমান থানায় ডায়েরিও করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০২:১৫
Share:

—প্রতীকী চিত্র।

এক তরুণীর আপত্তিকর ছবি তুলে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার সাইবার সেল। ধৃত যুবক মেমারি থানার মালম্বা গ্রামের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী পেশায় পুরুলিয়ার একটি বেসরকারি হাসপাতালের নার্স। থাকেন হাসপাতাল সংলগ্ন মহিলা হস্টেলে। গত ১৪ জুন ঘর থেকে তাঁর স্মার্ট ফোনটি চুরি যায়। বর্ধমান থানায় ডায়েরিও করেন তিনি। কিন্তু ফোন চুরি যাওয়ার পরের দিন থেকেই সমাজমাধ্যমে, অভিযুক্ত যুবক তাকে অশ্লীল বার্তা পাঠানো শুরু করেন। এমনকি গোপনে তার স্নান করার ভিডিয়ো রেকর্ড করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেন বলেও অভিযোগ। সঙ্গে ব্ল্যাকমেল। তার পর ওই তরুণী সাইবার সেলে পুরো বিষয়টি জানান।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার সেল। অভিযুক্তের সন্ধান পেতে গুগ্‌ল ও মেটার কাছে সাহায্য চেয়ে লিখিত অনুরোধ জানান। ইন্টারনেট প্রোটোকল ডিটেলস এর সাহায্যে অভিযুক্ত যুবকের খোঁজ পান তারা। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আসতে বলা হয়। সেখানেই পুলিশি জেরার মুখে সব দোষ স্বীকার করেন তিনি। তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

শনিবার বর্ধমান জেলা আদালতে ধৃতকে হাজির করানো হয়। ধৃতের পক্ষে এবং বিপক্ষের দুই আইনজীবীর মধ্যে সওয়াল জবাব হওয়ার পর অবশেষে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয় ধৃতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement