আউশগ্রামে হুঁশিয়ারি অনুব্রতর

সোমবার আউশগ্রামে তৃণমূলের এক সভায় তিনি বলেন, ‘‘বাজারে একপ্রকার ওষুধ রয়েছে। সেই ওষুধের কথা আমরা সবাই জানি। কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজন মতো ওষুধ দেবেন। ভয় পাবেন না। আমি আছি।’’ সেই সঙ্গে উন্নয়নের দাবিতে জনপ্রতিনিধিদের কাছে সরব হওয়ার পরামর্শও দেন জনতাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০১:১২
Share:

অনুব্রত মণ্ডল।ছবি: সংগৃহীত

পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার আউশগ্রামে তৃণমূলের এক সভায় তিনি বলেন, ‘‘বাজারে একপ্রকার ওষুধ রয়েছে। সেই ওষুধের কথা আমরা সবাই জানি। কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজন মতো ওষুধ দেবেন। ভয় পাবেন না। আমি আছি।’’ সেই সঙ্গে উন্নয়নের দাবিতে জনপ্রতিনিধিদের কাছে সরব হওয়ার পরামর্শও দেন জনতাকে।

Advertisement

এ দিন আউশগ্রামের দিগনগরে রথতলা মাঠে ভিড়ে ভরা সভায় অনুব্রত বলেন, ‘আমি ‘পঞ্চায়েত ভোটের জন্য কোনও বার্তা দিচ্ছি না। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা রয়েছেন। পঞ্চায়েত ভোটে তাঁরাই যথেষ্ট। আমি ২০১৯ সালের লোকসভা ভোটের জন্য এখন থেকে লড়াই করছি।’’ তাঁর পরামর্শ, বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের ঘিরে ধরে উন্নয়নের কাজের দাবি জানাতে হবে বাসিন্দাদের। কাজ না করলে জিজ্ঞাসা করতে হবে। অনুব্রতর কথায়, ‘‘মনে রাখবেন, আমরা কাজ করতে বাধ্য। প্রতিশ্রুতি দিয়েছি কাজ করার। আপনারা নির্দেশ দেবেন, সেই মতো কাজ করব।’’

আউশগ্রাম-সহ পূর্ব বর্ধমানের তিনটি ব্লকের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা অনুব্রত উন্নয়নের কাজের জন্য মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর ডাক দেন পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতকে। তিনি বলেন, ‘‘মধ্যবিত্তেরা কিছু চাইতে পারেন না। তাই তাঁরা উন্নয়নের ছোঁয়া থেকে দূরে থাকেন। তাঁদের সুবিধা-অসুবিধার দিকে নজর রাখুন।’’ আউশগ্রামে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকায় উন্নয়নের আর্জিও জানান তিনি। সভায় ছিলেন গুসকরার পুরপ্রধান বুর্ধেন্দু রায়, স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার, তৃণমূলের বীরভূমের সহ-সভাপতি অভিজিৎ সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement